খাদ্য মন্ত্রনালয় ও খাদ্য অধিদপ্তরের অধীন দৈনিক খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত খুলনা মহানগরের ২৯ টি ওএমএস দোকান ঘর এবং ০২ টি ভ্রাম্যমান ট্রাকে করে স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। একজন ভোক্তা সর্ব্বোচ্চ ০৫ কেজি আটা ও ০৫ কেজি চাল উত্তোলন করতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য ৩০ (ত্রিশ) টাকা এবং প্রতি কেজি আটার মূল্য ২৪ টাকা। ৩১ টি ওয়ার্ডের ৩১ টি পয়েন্টে এই কার্যক্রম সর্ব সাধারনের জন্য উন্মুক্ত।
বিক্রয় পয়েন্ট গুলো হলো-
মানিকতলা (রানার মাঠ), দৌলতপুর?
সোনালী জুট মিল, কলোনী গেট, ফুলবাড়ীগেট।
মহসীন গার্লস স্কুল মোড়, দৌলতপুর।
টুটপাড়া হিন্দুস্কুল।
আঞ্জুমান রোড, দৌলতপুর।
কবীর বটতলা, দৌলতপুর।
বিআইডিসি রোড, কাশীপুর।
চিত্রালী বাজার, খালিশপুর।
মুজগুন্নী লেবুতলার মোড়।
নিউজপ্রিন্ট গেট, খালিশপুর।
লাল হাসপাতাল রোড, খালিশপুর।
আরবান ক্লিনিকের পাশে, খালিশপুর।
বৈকালী বাজার।
জোড়াগেট ০৭ নং ঘাট।
বয়রা বাজার।
ছোট বয়রা মেইন রোড।
সবুজবাগ, সোনাডাঙ্গা।
বি কে রায় রোড, (ডাল মিল মোড়)।
ফরাজীপাড়া (মাংস পট্টি)।
পুরাতন রেলস্টেশন সংলগ্ন।
নতুন বাজার।
সিটি কলেজের সামনে।
রায়পাড়া ক্রস রোড।
হাজী ইসমাইল লিংক রোড,
সোনাডাঙ্গা।
আলকাতরা মিলের মোড়,
শেরে-বাংলা রোড।
মিস্ত্রিপাড়া।
ফরিদ মোল্ল্যার মোড়, টুটপাড়া।
চানমারি বাজার।
লবনচোরা মেইন রোড, নদীর তীর, খুলনা শিপইয়ার্ড, খুলনা।
লবনচোরা ইউসুফ স্কুলের পাশে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস